টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কানাডা।

স্পোর্টস ডেস্কঃ


উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল কানাডা। এই প্রথমবার টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে অংশ নিতে যাচ্ছে দলটি। বাছাইপর্বে বারমুডাকে হারিয়ে ২০২৪ সালে অনুষ্ঠেয় আসরে খেলার যোগ্যতা অর্জন করল তারা।

কানাডার হ্যামিল্টনে শনিবার আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে বারমুডাকে ৩৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৩২ রানের লক্ষ্যে ৭ বল বাকি থাকতেই ৯৩ রানে গুটিয়ে গেছে বারমুডা। ফলে প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা।

৫০ ওভারের বিশ্বকাপে এর আগে চারবার অংশ নেয় কানাডা। প্রথম বিশ্বকাপ খেলে ১৯৭৯ সালে। এরপর ২০০৩, ২০০৭ এবং সবশেষ ২০১১ সালের বিশ্বকাপে দেখা যায় দলটিকে। এরপর আর কোনো বড় আসরে খেলার সুযোগ পায়নি তারা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আগামী বছরের জুনে মাঠে গড়ানো বিশ্বকাপে ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। সেখানে দলগুলি খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি থাকায় বাংলাদেশ গত আসরের মত খেলবে সুপার এইটে।

এদিকে আজ বিশ্বকাপ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৩২ রান করে কানাডা। পরে দারুণ বোলিংয়ে বারমুডাকে তারা গুঁড়িয়ে দেয় ৯৩ রানে। বারমুডার সমান পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল তারা। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকেট পেল কানাডা।

CricExpress

My name is Mehdi Hasan. I am a simple person, and I am very interested in the internet world. I think the internet is like a vast ocean, where starting from the middle does not yield any results. Conquering the Internet requires patience, and self-interest.

Post a Comment

Previous Post Next Post

Search....